স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ এপ্রিল।। ‘নজর কি সামনে, জিগার কি পাস, তোম রাহেতে হো…’ আশিকি সিনেমার এই গানটি এখনো অনেকের মনে স্পন্দন সৃষ্টি করে। দেশ বিদেশের কোটি কোটি মানুষের মনে জায়গা করে রাখা সংগীতশিল্পী অনুরাধা পাদুয়াল শনিবার এই পার্বতী ত্রিপুরায় আসেন। আগরতলা এমবিবি বিমানবন্দরে এসেই তিনি সাংবাকিদের সাথে কথা বলতে গিয়ে এই গানটির একটি লাইন গাইলেন। তিনি বলেন অনেক বছর আগে তিনি এখানে এসেছিলেন। অনেক পরিবর্তন হয়েছে। অনেক উন্নয়ন হয়েছে। তিনি মূলত এখানে এসেছেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন এবং পূজা দিতে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত। তিনি পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেখা করেন। মুখ্যমন্ত্রী তাকে রাজ্যের শিল্পীর তৈরি উপহার দিয়েছেন। আগামীকাল সংগীতশিল্পী অনুরাধা পাদুয়াল ফিরে যাবেন।