স্টাফ রিপোর্টার, পানিসাগর, ২৩ এপ্রিল।। কাকিমা এবং ভাসুরের ছেলের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পানিসাগর মহকুমার উপ্তাখালিতে ২২ বছরের সুদীপ দাস এবং তার কাকিমা সংগীতা দাসের মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশের জঙ্গলে। সুদীপ ব্যাঙ্গালুরুতে কর্মরত ছিলেন। কিন্তু গত ২ বছর ধরে বাড়িতেই ছিলেন সুদীপ। এদিন সকালেও নাকি তাদের স্বাভাবিক দেখা গেছে। কিন্তু পরবর্তী সময় সুদীপের কাকা দু’জনের মৃতদেহ দেখে চিৎকার জুড়ে দেন। পুলিশ গিয়ে জোড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দু’জনের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই বলছেন না পরিবারের লোকজন। একটি সূত্রে জানা গেছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। পুলিশ তন্দন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা গিয়েছে।