জার্নালিস্ট হেল্থ ইনস্যুরেন্স স্কীম ঘোষনা করায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জ্ঞাপন

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ এপ্রিল।। রাজ্য সরকার সাংবাদিকদের জন্য ত্রিপুরা জার্নালিস্ট হেল্থ ইনস্যুরেন্স স্কীম ২০২২ ঘোষনা করায় আজ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিকরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে পুস্পস্তবক দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সাংবাদিকদের প্রতিনিধি ডালে ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার, সহসভাপতি অরুন নাথ, প্রবীণ সাংবাদিক সঞ্জীব দেব, জয়ন্ত ভট্টাচার্য্য প্রমুখ। মুখ্যমন্ত্রী
বিপ্লব কুমার দেব বলেন, আমাদের সরকার প্রধানমন্ত্রী মোদীজির নীতির উপর বিশ্বাস করে সবকা সাথ, সবকা বিকাশ মন্ত্রকে পাথেয় করে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। প্রসঙ্গত, সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইনসুরেন্স স্কিম-২০২২ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্বাস্থ্য বীমার আওতায় আসতে হলে সাংবাদিকদের অবশ্যই তথ্য ও সংস্কৃতি দপ্তর দ্বারা স্বীকৃতপ্রাপ্ত সাংবাদিক (এক্রিডেটেড), ভারতীয় নাগরিক হতে হবে। বয়স অবশ্যই ২১ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার আওতায় থাকা চলবেনা। রাজ্যে বর্তমানে ১৭০ জন স্বীকৃতপ্রাপ্ত সাংবাদিক রয়েছেন।

পরবর্তী সময় নতুন স্বীকৃত প্রাপ্ত সাংবাদিকগণও এই স্বাস্থ্য বীমার আওতায় আসতে পারবেন। এই স্বাস্থ্য বীমার আওতায় সাংবাদিকরা চিকিৎসা ক্ষেত্রে এক বছরে সর্বোচ্চ তিন লক্ষ টাকা বীমার সুবিধা নিতে পারবেন। এক্ষেত্রে ৮০ শতাংশ বহন করবে রাজ্য সরকার ২০ শতাংশ বহন করবে সংশ্লিষ্ট সুবিধাভোগী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *