তেলিয়ামুড়ায় পাঁচ লক্ষ বাহাত্তর হাজার টাকার জালনোট সহ পুলিশের জালে দুই যুবক

 

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৩ এপ্রিল।। মিলিটারি ইন্টালিজেন্ট ব্রাঞ্চ এবং ত্রিপুরা পুলিশের গোয়েন্দা শাখা ও তেলিয়ামুড়া থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় বিপুল পরিমাণ জাল নোট সহ দুই কারবারিকে জালে তুলল পুলিশ। খবরে প্রকাশ, গোপন খবরের ভিত্তিতে পুলিশ এবং গোয়েন্দা শাখার কর্মীরা সকাল থেকে তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় উত পেতে বসে। তাদের কাছে খবর ছিল বিপুল পরিমাণে জাল টাকা পাচার হবে। শনিবার সন্ধ্যায় তৈদু এলাকার বাসিন্দা রাকেশ মলসম এবং বাজিরাই রিয়াং-নামের দুই যুবক তেলিয়ামুড়া করইলং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জাল নোটগুলি হস্তান্তর করতে এলে আটক করতে সক্ষম হয় পুলিশ এবং গোয়েন্দা শাখার কর্মীরা। সেই সঙ্গে TR06A9270 নম্বরের লাল রঙ্গের একটি স্প্লেন্ডার বাইক ও TR01Y0268 নম্বরের একটি লাল রঙ্গের গাড়িও আটক করে পুলিশ। যদিও পুলিশের আঁচ পেয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় জালনোট নিতে আসা দুই অভিযুক্তের অপর সাগরেদরা। উদ্ধারকৃত জাল নোটের পরিমাণ পাঁচ লক্ষ বাহাত্তর হাজার টাকা।

ঘটনার খবর পেয়ে খোয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তেলিয়ামুড়া থানায় ছুটে আসেন। ধৃত দুই যুবককে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তেলিয়ামুড়া থানার পুলিশ। এ প্রসঙ্গে খোয়াই জেলা পুলিশ আধিকারিক ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, একটি মামলা নেয়া হয়েছে।

মামলার নম্বর 40/2022। 489 (B) (C)/120 (B) IPC ধারা মূলে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ থাকে, কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়াইবাড়ি থেকেও বেশ কিছু পরিমাণ জাল নোট বাজেয়াপ্ত করেছিল তেলিয়ামুড়া থানার পুলিশ। এর কয়েক মাস অতিক্রান্ত হতে না হতেই ফের জাল নোট উদ্ধার এর ঘটনা ঘিরে তেলিয়ামুড়াজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *