স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৩ এপ্রিল।। খোয়াইয়ের বেহালাবাড়ির ঘরমাইবাড়ি গ্রামে এক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। যুবকের নাম আশিস দেববর্মা। ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই যুবক খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কেন ওই যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে সে বিষয়ে অবশ্য বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের পরিবারে কোন ধরনের ঝগড়া-ঝাটি ছিল না। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত হয়েই ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেছিল। খোয়াই জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে ওই যুবকের অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।