স্টাফ রিপোর্টার, অমরপুর, ২৩ এপ্রিল।। অমরপুর মহকুমার কালাঝাড়ি এলাকার শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ড। ভস্মীভূত হয়ে যায় একটি বসতঘর। এলাকা সূত্রে খবর জুম চাষের জন্য জঙ্গল পোড়াতে পেট্রোল মজুত করা হয়েছিল। যে কারণে আগুন লাগার সাথে সাথে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। ঘটনার সময় ঘরে কেউই ছিলেন না। অমরপুর দমকল কর্মীরা হতনা সংবাদ পায়ে দ্রুত সেখানে যায় এবং আগুন নিয়ন্ত্রনে আনেন। এলাকার লোকজন যদি সহায়তা না করতো তাহলে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করতে পারত। অল্পতে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।