অনলাইন ডেস্ক,২৩ এপ্রিল।।আফগানিস্তানের উত্তরের শহর কুন্দুজের কাছের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজ চলাকালে বোমা হামলায় শিশুসহ ৩৩ জন নিহত হয়েছেন।
আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, কুন্দুজের ইমাম শাহিব জেলার একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক মানুষ নিহত হন। বিস্ফোরণে আরও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, ‘আমরা এই অপরাধের নিন্দা এবং শোকাহতদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি। ’
জঙ্গিগোষ্ঠী আইএস কুন্দুজ ও মাজার-ই-শরিফ প্রদেশে পৃথক দুটি প্রাণঘাতী হামলার দায় স্বীকারের পর দিনই এ হামলা হলো।
গত বৃহস্পতিবার মাজার-ই-শরিফে শিয়া মুসলিমদের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও আরও ৮৭ জন আহত হন। একই দিনে কুন্দুজে আরেক হামলায় ৪ জন নিহত ও ১৮ জন আহত হন। এই দুই হামলাসহ সম্প্রতি বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএস।