“দেশের ঐক্যের সঙ্গে আপস করতে পারি না, এটি আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব।”: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক,২২ এপ্রিল।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার বলেছেন যে দেশের স্বাধীনতার ৭৫ তম বছর থেকে ২০৪৭ সালে শতবর্ষ উদযাপন কোন রুটিন, গণ্ডীবদ্ধ বিষয় হতে পারেনা। বৃহস্পতিবার ১৫ তম সিভিলিয়ান দিবসে দেশের হবু আমলাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন “দেশের ঐক্য ও অখণ্ডতা অখুন্ন রাখাই সরকারি কর্মচারীদের প্রধান দায়িত্ব।আমরা এটা নিয়ে কোনো আপস করতে পারি না। আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিই, এমনকি তা যদি স্থানীয় পর্যায়েতেও হয় এবং তা যতই জনপ্রিয় এবং আকর্ষণীয় হোক না কেন, এই সিদ্ধান্ত যদি ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায় তবে তা অবশ্যই বিবেচনা করা উচিত।

” সর্দার প্যাটেলের দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমরা একটি গণতান্ত্রিক জাতি এবং আমাদের সামনে তিনটি প্রধান স্তম্ভ – সমতা, বিশ্বায়ন এবং ভারতের ঐক্য। আমরা কখনই দেশের ঐক্যের সঙ্গে আপস করতে পারি না, এটি আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব।” ওয়াকিবহাল মহলের ধারনা দেশজুড়ে হনুমান জয়ন্তীর দিন থেকেই সামনে আসছে একের পর এক সহিংসতার ঘটনা। খারগোন থেকে জাহাঙ্গিরপুরী সর্বত্রই বিজেপির দিকে উঠছে অভিযোগের আঙুল।

যদিও প্রধানমন্ত্রীর বক্তব্যে নির্দিষ্ট কোনও ঘটনার উল্লেখ করা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে হিংসা এবং সংঘর্ষের বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। এর মধ্যে সবচেয়ে সাম্প্রতিক এবং বিতর্কিত হল দিল্লির জাহাঙ্গিরপুরীর হনুমান জয়ন্তীর দিন ঘটে যাওয়া সহিংসতার ঘটনা। উল্লেখ্য দেশের বিরোধী নেতৃ্ত্বও এই ক্রমান্বয়ে চলা ঘৃণা এবং বুলডোজার রাজনীতির বিরুদ্ধে সরব হচ্ছেছিলেন। নাম না করে এই সহিংসতার বিরুদ্ধেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী বলে মনে করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *