অনলাইন ডেস্ক,২২ এপ্রিল।। কিছুদিন আগেই জাতীয় স্তরে মিউজিক ভিডিয়োতে প্রথম কাজ ছিল প্রিয়াঙ্কার। ‘গুড়িয়া রানি’র পর বলিউড ছবিতে ডেবিউ করছেন অভিনেত্রী। মুম্বইয়ে ‘তাল্লুক’ ছবির হাত ধরে আত্মপ্রকাশ করবেন।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছোটপর্দা থেকে বড়পর্দা, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিয়োতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। সদ্য শেষ হয়েছে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিক। সেখানে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। মাস খানেক আগেই জাতীয় স্তরে ‘গুড়িয়া রানি’ মিউজিক ভিডিয়োতে কাজ করেছেন তিনি।
এবার প্রিয়াঙ্কার মুকুটে নতুন পালক। হিন্দি ছবিতে ডেবিউ করছেন প্রিয়াঙ্কা। ছবির নাম ‘তাল্লুক’। বলিউডি এই ছবিতে অভিনয় করবেন বিনয় পাঠক এবং অনুপ্রিয়া গোয়েঙ্কার মতো অভিনেতারা। ছবির পরিচালনায় শ্রীতমা দত্ত। ছবিতে সম্ভবত অভিনেতা বিনয় পাঠকের মেয়ে ‘ঈশানি’র চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা।
প্রায় ১২ বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অভিনেত্রী। বিদুলা ভট্টাচার্যের পরিচালনায় ‘গুড়িয়া রানি’তে কনের সাজে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। জাতীয় স্তরের এই মিউজিক ভিডিয়োতে, একটি মেয়ের বিবাহ ও তার নিজের বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যাওয়ার দৃশ্য ফুটে উঠেছে।
কিছুদিন আগেই ‘এফআইআর’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। কয়েক মাস ছোটপর্দায় কাজ করেছেন। পরিচালক দীপ মোদকের ‘নেক্রিফিলিয়া’, পাভেলের ‘মন খারাপ’-এর পাশাপাশি বলিউডেও যাত্রা শুরু নায়িকার।