স্টাফ রিপোর্টার, ঋষ্যমুখ, ২২ এপ্রিল।। ঋষ্যমুখ সাড়াসীমার মাস্টার পাড়ায় তিনদিন ধরে নেই বিদ্যুৎ। শুক্রবার সকালে বিলোনিয়া-ভায়া- ঋষ্যমুখ পথ অবরোধ করে এলাকাবাসী। পরে আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয়। উল্লেখ্য, গত ২০ এপ্রিল বিলোনিয়া মহাকুমা জুড়ে কালবৈশাখীর ঝড়ে গাছ ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপর্যস্ত হয়ে পরে বিদ্যুৎ পরিষেবা। কালবৈশাখীর ঝড় থামলেও বিলোনিয়া মহাকুমার বহু এলাকায় এখনো অন্ধকারে নিমজ্জিত বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ফলে। যদিও বা কর্মী সল্পতার মধ্য দিয়েও বিলোনিয়া বিদ্যুৎ নিগমের কর্মীরা সকাল থেকে রাত অব্দি বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য প্রচেষ্টা জারি রেখেছে। তারপরেও বহু এলাকা জুড়ে অন্ধকার রয়েছে বিদ্যুৎ এর লাইন সারাই করার না ফলে। ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অধীন সাড়াসীমা মাষ্টার পাড়াতে তিনদিন ধরে নেই বিদ্যুৎ। ফলে অন্ধকারে নিমজ্জিত হওয়ার পাশাপাশি ঠিক মতো পানীয় জল যেমন পাচ্ছে না তেমনি উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়ার ব্যাঘাত ঘটে চলছে। বিদ্যুৎ পরিষেবা না পেয়ে নাজেহাল এলাকাবাসীরা। কয়েক বার বিদ্যুৎ নিগমের কর্তৃপক্ষ দের জানিয়ে বিদ্যুৎ পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠে এলাকা বাসীরা। এই মাষ্টার পাড়ার ক্ষুব্ধ এলাকা বাসীরা বিদ্যুৎ এর দাবিতে বিলোনিয়া ভায়া ঋষ্যমুখের রাস্তার মধ্যে গাছ ফেলে রাস্তা আটক করার পাশাপাশি প্রমিলা বাহিনীরা হাঁড়ি, কলসি নিয়ে রাস্তায় বসে পড়ে। এর ফলে ব্যাহত হয় যান চলাচল। অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসে ঋষ্যমুখ মন্ডল সভাপতি সুশংকর ভৌমিক। অবরোধকারী দের সাথে কথা বলার পর, মন্ডল সভাপতি নিজেই বিদ্যুৎ নিগম অফিসের কর্তৃপক্ষকে খবর দিয়ে নিয়ে আসে অবরোধ স্থলে। মন্ডল সভাপতি শুশংকর ভৌমিকের কথায় আশস্ত হয়ে দুই ঘন্টার পর অবরোধ মুক্ত করে দেয় অবরোধকারীরা।