স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২২ এপ্রিল।। চুলকানির রাসায়নিক স্প্রে করে টুকটুক চালকের কুড়ি হাজার টাকা নিয়ে চম্পট দিল যুবক। ঘটনাটি ঘটে কৈলাশহর থানা এলাকায় গ্রামীণ ব্যাংক সংলগ্ন স্থানে। নিত্যনতুন কায়দা চোরেরা অবলম্বন করছে ওদের স্বার্থসিদ্ধির জন্য। তবে এই ধরনের কায়দা সত্যিই অভিনব। ঘটনার বিবরণে জানা যায়, গৌরনগর ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় টুকটুক (ইরিক্সা) চালক মকবুল আলী গত ১৬ এপ্রিল সরকারি ঘর নির্মাণ করার জন্য বরাদ্দ টাকা থেকে কুড়ি হাজার টাকা তুলছিলেন। টাকা তুলে তিনি কৈলাসহর গার্লস স্কুল রোড এলাকায় শ্রীমা গ্যাস এজেন্সির সম্মুখে থাকা ফুটপাতের একটি দোকানে যান। দোকানে যাওয়া মাত্র মকবুল আলীর কাধের ডানপাশে অসহ্য চুলকানি শুরু হয়। চুলকানি সহ্য করতে না পেরে হাতের ব্যাগ নীচে রেখে চূলকানো জায়গায় জল দিতে ব্যস্ত হন তিনি। আর এই ফাঁকেই গায়েব হয়ে যায় টাকার ব্যাগ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিষ। সাথে সাথেই কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করেন মকবুল আলী। খবর লেখা পর্যন্ত পুলিশ অন্ধকারে হাতরাচ্ছে।