স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ এপ্রিল।। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চলের ইয়ং ইন্ডিয়া কে বল এর ভারপ্রাপ্ত নেত্রী মৌমিতা কলি। এদিন তিনি বলেন বর্তমানে কেন্দ্রীয় সরকারের আমলে গোটা দেশের যা অবস্থা তাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বিশেষ করে নানা ধরনের সমস্যায় জর্জরিত সমগ্রদেশের শিক্ষিত বেকার যুবক যুবতীরা। বছরের দু’কোটি চাকরি দেওয়ার নাম করে ক্ষমতায় আসলেও কর্মসংস্থানের নামগন্ধ নেই। তাছাড়া প্রতিদিন সূর্য উদয়ের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলছে। সুতরাং এরূপ পরিস্থিতিতে যুব সম্প্রদায়ের প্রতিবাদী আওয়াজকে সর্বসম্মুখে তুলে আনার উদ্দেশ্যে সর্বভারতীয় যুব কংগ্রেসের উদ্যোগে জাতীয় স্তরের বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে বর্তমানে যে সমস্ত শিক্ষিত বেকার যুবক-যুবতীরা রয়েছে তাদের মনোভাব প্রকাশ করার ক্ষুদ্র প্রয়াস মাত্র বলে জানান তিনি।