স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ এপ্রিল।। বদরপুর রেল স্টেশন থেকে ইউক্রেনের দুই নাগরিককে আটক করেছে পুলিশ। শুক্রবার আর পি এফ জওয়ানরা তাদের সন্দেহভাজন ভাবে জিজ্ঞাসাবাদ করে ইউক্রেনের বলে শনাক্ত করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে কোনরকম বৈধ পাসপোর্ট পায় নি পুলিশ। তারা আগরতলা থেকে দিল্লী উদ্দেশ্যে রেলপথে রওনা হয়েছিলেন। তখন বদরপুর রেল স্টেশন থেকে তাদের আটক করতে সক্ষম হয় আর পি এফ জওয়ানরা। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে কিভাবে ভারতে প্রবেশ করেছে তা নিয়ে সৃষ্টি হয়েছে আশঙ্কা। এবং তাদের সাথে কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে কিভাবে আগরতলা থেকে তারা গা-ঢাকা দিয়েছে তা নিয়ে রীতিমতো উঠছে প্রশ্ন।