অনলাইন ডেস্ক,২২ এপ্রিল।। উত্ত্যক্ত করায় প্রাক্তন হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন একজন বিমানযাত্রীকে ঘুষি মেরেছেন বলে অভিযোগ উঠেছে। টাইসনের দাবি, লোকটি তার সঙ্গে বার বার কথা বলার চেষ্টা করলে তিনি বিরক্ত হয়ে যান।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে বুধবার ফ্লোরিডায় যাচ্ছিলেন টাইসন। সেখানেই এই ঘটনা ঘটে।
মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, টাইসন তার পেছনের আসনে ঝুঁকে পড়ে লোকটিকে আঘাত করছেন। যিনি এ ঘটনায় আঘাতপ্রাপ্ত হন ও তার মুখে রক্ত দেখা গেছে।
টিএমজেড এন্টারটেইনমেন্ট ওয়েবসাইটের বরাত দিয়ে ইয়াহু নিউজ জানিয়েছে, মাইক প্রথমে ওই যাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ছিল। কিন্তু লোকটি তাকে উসকানি দেওয়া বন্ধ না করলে তিনি আক্রমণ করে বসেন।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘টাইসন ওই লোকটির কানে কানে কথা বলেন… এবং তাকে শান্ত হতে বলেছিলেন। লোকটি তা না করলে টাইসন তার মুখে বেশ কয়েকটি ঘুষি মারেন।’
https://twitter.com/mymixtapez/status/1517161394663313409?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1517161394663313409%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.deshrupantor.com%2Fsports%2F2022%2F04%2F22%2F356948
এ ঘটনার পর বিমানটি ফ্লোরিডার উদ্দেশে ছেড়ে যাওয়ার আগেই টাইসন নেমে হাঁটতে শুরু করেন। ফ্লোরিডায় পৌঁছালে সেই যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়।
মার্কিন পুলিশ, জেট ব্লু এয়ারলাইন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
টাইসন নিজে এ ব্যাপারে কিছু না বললেও তাঁর মুখপাত্র আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, সেই ভক্ত টাইসনের দিকে পানির বোতলও ছুড়ে মেরেছেন।
বিবৃতিতে বলা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ ফ্লাইটে মাইক টাইসনের সঙ্গে এক অভব্য ভক্তের সংঘর্ষ হয়, যিনি ক্রমাগত বিরক্ত করছিলেন টাইসনকে। পানির বোতলও ছুড়েছেন। সেই ভক্তের এমন কাজ করার আগে দুবার চিন্তা করা উচিত ছিল যে একজন সেলিব্রিটির সঙ্গে কীভাবে ব্যবহার করা উচিত।’