সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক

 

অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল।। সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক। শুক্রবার নবাব মালিকের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে নবাব মালিকের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নবাব মালিক। কিন্তু, শুক্রবার নবাব মালিকের আবেদন শুনলই না সর্বোচ্চ আদালত।

এনসিপি নেতা নবাব মালিকের জামিনের আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, “উপযুক্ত আদালতে আপনি জামিনের জন্য আবেদন করতে পারেন। এই বিষয়ে আমরা এখনই হস্তক্ষেপ করব না। এই পর্যায়ে হস্তক্ষেপ করা খুব তাড়াতাড়িই হবে। তাই আবেদন খারিজ করা হচ্ছে।”

এদিন নবাব মালিকের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল।” প্রসঙ্গত, আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্কিত অর্থ তছরূপ মামলায় নবাব মালিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *