অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল।। পশুখাদ্য মামলা কেলেঙ্কারির একটি মামলায় জামিন পেলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রধান লালুপ্রসাদ যাদব৷ শুক্রবার ঝাড়খণ্ড হাইকোর্ট লালুকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে, অর্ধেক হেফাজত ও স্বাস্থ্য সংক্রান্ত কারণে বিচারপতি অপরেশ কুমার সিং লালুকে জামিন দিয়েছেন। লালুর আইনজীবী জানিয়েছেন, “অর্ধেক হেফাজত ও স্বাস্থ্য সংক্রান্ত কারণে লালুপ্রসাদকে জামিন দিয়েছে মহামান্য হাইকোর্ট। তাঁকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। লালুপ্রসাদকে ১ লক্ষ টাকা জামানত এবং ১০ লক্ষ টাকা জরিমানা হিসাবে জমা দিতে হবে।
প্রসঙ্গত, ডোরান্ডা কোষাগার থেকে বেআইনি ভাবে ১৩৯.৩৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই মামলায় দোষী সাব্যস্ত করা হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ১৯৯৬ সালে এই কেলেঙ্কারিতে মামলা দায়ের করে সিবিআই। ১৭০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দোষী লালুপ্রসাদকে সিবিআই আদালত ৫ বছরের সাজা ঘোষণা করেছিল৷
পাশাপাশি ৬০ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছিল আদালত। এর বিরুদ্ধে কোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি৷ এদিন সেই মামলায় জামিন পেলেন আরজেডি প্রধান।