অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল।। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। বারামুল্লা জেলার কুঞ্জের কাছে মালওয়ান গ্রামে ২৪ ঘন্টারও বেশি সময়ের এনকাউন্টারে নিকেশ হয়েছে মোট ৪ জন সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিদের মধ্যে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের শীর্ষ কমান্ডার ইউসুফ কান্ত্রুও রয়েছে।
বারামুল্লায় এনকাউন্টার চলছে বৃহস্পতিবার ভোররাত থেকে। ওই দিনই নিকেশ হয়েছিল লস্কর কমান্ডার ইউসুফ-সহ ৩ জন সন্ত্ৰাসবাদী। পরে শুক্রবার নিকেশ হয়েছে আরও একজন সন্ত্রাসবাদী। জঙ্গিদের গতিবিধি সম্পর্কে খবর পাওয়ার পর বৃহস্পতিবার ভোররাতে কুঞ্জের কাছে মালওয়ান গ্রামে অভিযান চালায় সুরক্ষা বাহিনী।
চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও সেনাবাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তখনই ৩ জন সেনা জওয়ান আহত হন। এছাড়াও একজন সাধারণ নাগরিকও আহত হয়েছেন।
এনকাউন্টারে প্রথমে মারা যায় লস্কর কমান্ডার ইউসুফ, পরে আরও দুই জঙ্গি নিকেশ হয়। একজন পুলিশ কর্মীও আহত হয়েছেন। বৃহস্পতিবার সারারাত অভিযান চলতে থাকে, এরপর শুক্রবার আরও এক জঙ্গি নিকেশ হয়েছে। এখনও পর্যন্ত মোট ৪ জন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে।