অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল।। রাজধানী দিল্লিতে নতুন করে করোনা-আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোভিড রুখতে এবার মাস্ক বাধ্যতামূলক দিল্লিতে, প্রকাশ্যে অর্থাৎ পাবলিক প্লেসে মাস্ক না পরলেই জরিমানা করা হবে ৫০০ টাকা। তবে, ব্যক্তিগত গাড়িতে একসঙ্গে যাতায়াত করার মাস্ক না পরলেও জরিমানা করা হবে না, সেক্ষেত্রে জরিমানা প্রযোজ্য হবে না।কোভিড-সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার। রাজধানীতে মাস্ক পরা ফের বাধ্যতামূলক করা হয়েছে। অমান্য করলে অর্থাৎ মাস্ক না পরলে জরিমানাও দিতে হবে। ৫০০ টাকার এই জরিমানা ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই করোনায় নতুন করে বহু ব্যক্তি আক্রান্ত হয়েছেন। দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই আরও কঠোর হয়েছে দিল্লি সরকার।