তেলিয়ামুড়ায় দশমীঘাটে নবজাতকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২২ এপ্রিল।।তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাটস্থিত প্রতিমা নিরঞ্জন ঘাট সংলগ্ন এলাকায় নবজাতকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায়, আচমকাই শুক্রবার সকাল নাগাদ দশমীঘাট এলাকার নদীর তীরবর্তী এলাকায় স্থানীয় জেলে সহ এলাকার লোকজন প্রত্যক্ষ করতে পারে কিছু একটা জিনিস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে পাখির দল। সামনে যেতেই স্পষ্ট ভাবে প্রত্যক্ষ করে এক নবজাতকের দেহ পড়ে রয়েছে নদীর তীরে। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর যায় তেলিয়ামুড়া থানায়।

তেলিয়ামুড়া থানার কর্তব্যরত এস.‌আই রঞ্জন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ এবং টি.এস.‌আর বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। নবজাতকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে। এদিকে এক স্থানীয় প্রমিলা আক্ষেপের সুরে জানিয়েছে, দোষীদের কঠোর শাস্তি প্রয়োজন।

তৎসঙ্গে তিনি আরও জানিয়েছেন, অনেক হতভাগিনী ‘মা’ হওয়ার আনন্দটুকু উপভোগ করতে পারে না। কিন্তু অনেকে এরকম ন্যাক্কারজনক ঘটনা সংগঠিত করে। তাছাড়া এ বিষয়ে তেলিয়ামুড়া থানার এস.আই রঞ্জন বিশ্বাস জানিয়েছেন, হয়তো কোনো অবৈধ সম্পর্কের ফল এই নবজাতক।

তদন্ত চলছে, তদন্তক্রমে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য। ভদ্র সমাজকে কলুষিত করতে কে বা কাহারা এরকম নেক্কার জনক ঘটনা সংঘটিত করেছে, -এর সুষ্ঠু তদন্ত চাইছে শুভবুদ্ধি সম্পন্ন সচেতন জনগণ। তবে সাতসকালে নবজাতকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *