স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ এপ্রিল।। আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি প্রস্তুতি প্রায় চূড়ান্ত। বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে এই উপনির্বাচন। কারণ আগামী বিধানসভা নির্বাচনের আগে উপনির্বাচন সেমিফাইনাল ম্যাচ বলে মনে করে বিজেপি। তাই উপনির্বাচনকে পাখির চোখ করে লড়াই করতে নামতে চলেছে বিজেপি। এর জন্য দলের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে বহন করে চলেছে শীর্ষস্তরের নেতৃবৃন্দ। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী অজয় জাম্বোয়ালের পৌরহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র সভাপতি তথা সাংসদ ডাঃ মানিক সাহা, রাজ্য সাধারন সম্পাদক টিঙ্কু রায়, রাজ্য সাধারন সম্পাদিকা পাপিয়া দত্ত, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মূলত আগরতলা পুর নিগমের নব নির্বাচিত সদস্য- সদস্যা, মনোনীত সদস্য, পুর পরিষদগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলার এবং নগর পঞ্চায়েতের নির্বাচিত সদস্য – সদস্যাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী দিনের কি দায়িত্ব হবে সেই বিষয়ে সম্যক ধারনা দেন উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী অজয় জাম্বোয়াল। এদিন বিজেপি-র পক্ষ থেকে নব নির্বাচিতদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় বলে জানান সাংসদ ডাঃ মানিক সাহা। তবে সূত্রের খবর এদিন উপনির্বাচনে দলের দায়িত্ব নিয়ে শীর্ষস্তরের নেতৃবৃন্দের সাথে কথা বলেন।