মুখ্যমন্ত্রর সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল ধনবি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ এপ্রিল।। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন কেন্দ্রীয় রেল, কয়লা ও খনিজ প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল ধনবি। মুখ্যমন্ত্রী শ্রীদেব কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে রাজ্যের কুটির শিল্পের তৈরি স্মারক উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করেন।

সাক্ষাতকারকালে সাব্রুমে নির্মীয়মান রেল স্টেশন ইয়ার্ড, আগরতলা আখাউড়া রেলপথ নির্মাণের অগ্রগতি, রাজ্যে নতুন রেলপথ নির্মাণ সহ রাজ্যে রেল পরিষেবার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাক্ষাতের সময় তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবহণ দপ্তরের প্রধান সচিব এল এইচ ডার্লং সহ রেলমন্ত্রকের অন্যান্য পদস্থ আধিকারকগণ উপস্থিত ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *