কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাও সাহেব পাতিল ধনভি আজ সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শন করলেন
স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২১ এপ্রিল।। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাও সাহেব পাতিল ধনভি আজ সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শন করেন। পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ধরণের অভায়ারণ্য উত্তর-পূর্বাঞ্চলের একটি সম্পদ। তিনি অভয়ারণ্যে বন্যপ্রাণীদের থাকার সুব্যবস্থা নিয়ে ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, এধরণের সুব্যবস্থিত অভয়ারণ্য দেশে খুবই বিরল। তিনি দেশ-বিদেশের পর্যটকদের কাছে উত্তর-পূর্বাঞ্চলের প্রাকৃতিক সম্পদে ভরপুর অঞ্চলগুলির ঘুরে যাওয়ার জন্য আহ্বান জানান।
এছাড়াও তিনি সিপাহীজলা অভয়ারণ্যে দুটি বন বিড়াল ছাড়েন। অভয়ারণে তিনি একটি বৃক্ষরোপণও করেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন বিশালগড় মহকুমার ডিএফও প্রীতম ভট্টাচার্য, বরিষ্ঠ তথ্য আধিকারিক অতুল দেববর্মা সহ বন দপ্তরের বিভিন্নস্তরের আধিকারিকগণ।