উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির রেল প্রকল্প নিয়ে পর্যালোচনা সভা কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ এপ্রিল।। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল ধনভি আজ রাজ্য অতিথিশালায় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ও এর নির্মাণ শাখার আধিকারিকদের সাথে এক পর্যালোচনা সভায় মিলিত হন। সভায় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে রেল প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত প্রকল্পগুলির কাজ সমাপ্ত হবে। রাজ্য অতিথিশালার কনফারেন্স হলে আয়োজিত পর্যালোচনা সভার পর সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল ধনভি।

পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জে এস লক্র, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী পিএস এস কে যাদব, রাজ্য পরিবহণ দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী, উপসচিব মৈত্রেয়ী দেবনাথ সহ উত্তর-পূর্ব সীমান্ত রেলের পদস্থ আধিকারিক সহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকগণ। সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী জানিয়েছেন, পর্যালোচনা বৈঠকে রেল দপ্তরের সমস্ত আধিকারিকদের কাছ থেকে প্রকল্পগুলির বর্তমান অবস্থা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। সবগুলি প্রকল্পের কাজই পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীকালও এই বিষয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে।

সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত রেল চালানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে এবং রেলওয়ে বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, গতকালই তিনদিনের সফরে রাজ্যে আসেন রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী রাওসাহেব পাতিল ধনভি। আগামীকালও কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। তারমধ্যে আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত রেল পরিষেবা সম্প্রসারণে অগ্রগতির বিষয়টি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *