ধর্মীয় রীতিনীতি মেনে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী গড়িয়া পূজা

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল।। রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী গড়িয়া পূজো। ধর্মীয় রীতিনীতি মেনে জনজাতিদের জনপ্রিয় উৎসব গড়িয়া পূজা রাজ্যের অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়া মহাকুমার বিভিন্ন এলাকায় বেশ জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হচ্ছে। ৭ই বৈশাখ অর্থাৎ বৃহস্পতিবার জনজাতিদের জনপ্রিয় উৎসব গুড়িয়া পূজার শেষ দিন। আর গড়িয়া পূজোর এই দিনটিকে সনাতন ধর্মাবলম্বী জনজাতি অংশের মানুষজনেরা নিজেদের কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী বেশ উৎসবের মেজাজে পালন করছে।

তেলিয়ামুড়া মহাকুমার জনজাতি বহুল এলাকা গুলোতে ঘুরে এমনটাই দৃশ্য লক্ষিত হলো বৃহস্পতিবার। এলাকার কচিকাঁচারা তাদের চিরাচরিত পোশাকাদি পরিধান করে গড়িয়া দেবতাকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে গড়িয়া পূজার আনন্দে মেতে উপভোগ করছেন এই ঐতিহ্যবাহী উৎসবটি -কে।

গড়িয়া পূজার বিষয়ে বলতে গিয়ে এক স্থানীয় জনজাতি যুবক বলেন, ত্রিপুরার রাজা ধন্য মানিক্যের শাসনকাল থেকে রাজ্যে পালিত হচ্ছে এই ঐতিহ্যবাহী গড়িয়া পূজো। প্রতি বছর ৩০ শে চৈত্র থেকে শুরু হয়ে সাত দিনব্যাপী পালিত হয় এই গড়িয়া উৎসব।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *