অনলাইন ডেস্ক,২১ এপ্রিল।। ফের সন্ত্রাসবাদীদের গুলির লড়াইতে উত্তপ্ত হয়ে উঠল কাশ্মীর উপত্যকা। নিরাপত্তা বাহিনী সংঘর্ষে কয়েক ঘন্টা ধরে গুলির লড়াই চলে। ঘটনায় কমপক্ষে সেনা বাহিনীর তিন জওয়ান আহত হয়েছেন। আহত হয়েছেন একজন সাধারঞ নাগরিক।
কাশ্মীরের জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিন ধরেই উপত্যকায় জঙ্গি গতিবিধি বৃদ্ধি পেয়েছে। বুধবার গোপনসূত্রে খবর পেয়ে বারামুল্লায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এর পরেই সেনার ওপরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। অতর্কিতে এই হামলার চালায় জঙ্গিরা।
কাশ্মীর জোন পুলিশের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার ট্যুইট করে জানান, এখনও অভিযান জারি রয়েছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে জঙ্গিদের আটক করা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে তিন জওয়ান ছাড়াও একজন সাধারণ নাগরিক আহত হয়েছে। তবে কারুর আঘাত গুরুতর নয়। বর্তমানে পুলিশ ও সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার চেষ্টা চলছে।