অনলাইন ডেস্ক,২১ এপ্রিল।। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আগামী দুই বছর বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হবে।
আইএমএফ অনুমান করছে, ২০২২ ও ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি মাত্র ৩.৬ শতাংশ বাড়তে পারে, যা ২০২১ সালের চেয়ে অনেক কম। এই সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৬.১ এক শতাংশ। তাছাড়া জানুয়ারিতে পূর্বাভাস দেওয়া থেকে যথাক্রমে শূন্য দশমিক আট ও শূন্য দশমিক দুই শতাংশ কম।
এদিকে বিশ্ব ব্যাংকও পূর্বাভাসের চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার ইঙ্গিত দিয়েছে। বিশ্ব ব্যাংকের ধারণা, ২০২২ সালে বিশ্ব অর্থনীতি বাড়তে পারে মাত্র তিন দশমিক দুই শতাংশ।
আইএমএফের পর্যবেক্ষণে বলা হয়, যুদ্ধ এখনো ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তবে রাশিয়ার ওপর চলমান নিষেধাজ্ঞা ও মহামারির ফলে অর্থনীতি নিম্নমুখী থাকবে।
তাছাড়া যুদ্ধের ফলে রাশিয়া ও ইউক্রেনের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংস্থাটি অনুমান করছে, চলতি বছরে ইউক্রেনের অর্থনীতি ৩৫ শতাংশ সংকুচিত হতে পারে। একই সময় রাশিয়ার অর্থনীতি কমতে পারে আট দশমিক পাঁচ শতাংশ।
দেশ দুইটির মধ্যে চলা যুদ্ধের ফলে এরই মধ্যে জ্বালানিসহ নিত্য পণ্যের দাম বেড়ে গেছে। দেখা দিয়েছে সরবরাহ সংকট। আশঙ্কা করা হচ্ছে মূল্যস্ফীতি আরও বাড়বে, যার প্রভাব পড়বে বিশ্বজুড়ে।
আইএমএফ জানায়, বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে তীব্র বাধার সৃষ্টি করবে এই যুদ্ধ। অর্থনৈতিক প্রবৃদ্ধি কমিয়ে মূল্যস্ফীতি আরও বাড়াবে।