অনলাইন ডেস্ক,২১ এপ্রিল।। হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ড।
এই অলরাউন্ডার ১২৩ ওয়ানডে খেলে ২৭০৬ রানের পাশাপাশি ৫৫ উইকেট নিয়েছেন। ১০১ টি-টোয়েন্টিতে করেছেন ১৫৮৯ রান এবং উইকেট নিয়েছেন ৪২টি। তবে কখনো টেস্ট খেলা হয়নি পোলার্ডের।
৩৪ বছর বয়সী তারকা ২০১৯ সালে স্থায়ীভাবে ক্যারিবিয়ানদের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন। অবসরের প্রসঙ্গে পোলার্ড জানান, ওয়েস্ট ইন্ডিজকে সর্বমোট ৬৩ ম্যাচে নেতৃত্ব দেওয়া তার ক্যারিয়ারের ‘সর্বোচ্চ সম্মান’।
তিনি আরও বলেন, যেভাবে আমি সরে দাঁড়াচ্ছি এবং যারা ওয়েস্ট ইন্ডিয়ান রঙে এই খেলাকে এগিয়ে নিয়ে যাবে, তাদের জন্য দলে জায়গা তৈরি করেছি। তারা জানুক যে, যেভাবে পারি আমি সব সময় তাদের সহযোগিতা করব।’
ডানহাতি ব্যাটার পোলার্ড ক্রিকেটে পরিচিত হার্ড-হিটার ব্যাটার এবং পেসার হিসেবে। তিনি উইন্ডিজ দলের হয়ে ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন।
বর্তমানে পোলার্ড আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন। ২০১০ সালে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার পর পাঁচটি শিরোপা জিতেছেন তিনি।