স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ২১ এপ্রিল।। ভারতবর্ষের মিশ্র সংস্কৃতিই দেশের ঐক্যের বাঁধনকে অটুট করে রেখেছে। সংস্কৃতি আমাদের মানবতার বন্ধনকে সুদৃঢ় করে। বৈদিশিক সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে সাংস্কৃতিক আদান প্রদান অন্যতম ভূমিকা পালন করে থাকে। ভারতবর্ষের সঙ্গে প্রতিবেশি দেশগুলির সাংস্কৃতিক সম্পর্ক বহু প্রাচীন।
গতকাল রাতে বিলোনীয়ার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে সৃজন ড্যান্স অ্যাকাডেমির পঞ্চদশ বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপ্তি কর্মসূচিতে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দু’দিনব্যাপী এই অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, জেলাশাসক ও সমাহর্তা সাজু ওয়াহিদ এ, পুলিশ সুপার কুলবন্ত সিং, সৃজন ড্যান্স অ্যাকাডেমির কর্ণধার রাহুল মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে আলোচনায় মুখ্যমন্ত্রী আরও বলেন, ত্রিপুরার মিশ্র সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। এজন্য রাজ্যে গড়া হয়েছে ললিতকলা অ্যাকাডেমি। আগামীদিনে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, কালচারাল হাব ইত্যাদি গড়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্বাঞ্চলের সংস্কৃতিকে ভারতীয় সংস্কৃতির মূলধারায় যুক্ত করার জন্য প্রয়াস নিয়েছেন। এরই অঙ্গ হিসাবে কিছুদিন পূর্বে উত্তর-পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রিত করে তাঁর নিজের রাজ্য গুজরাটে সম্মানিত করেছেন। যেকোন জাতির সংস্কৃতি হারিয়ে গেলে ঐ জাতি চিরতরে বিলুপ্ত হয়ে যায়। তাই সাম্রাজ্যবাদী দেশগুলো প্রাচীনকাল থেকেই দুর্বল দেশগুলোর সংস্কৃতির শিকড়কে প্রথম থেকেই দুর্বল করতে সচেষ্ট হয়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সমাজ ব্যবস্থাকে উন্নত করার জন্য মহিলাদের স্বশক্তিকরণে জোড় দেওয়া হয়েছে। এরফলে সমাজের মধ্যে গড়ে উঠবে ইতিবাচক মানসিকতা। এগিয়ে যাবে রাজ্য। অনুষ্ঠান উপলক্ষে এদিন ভারত ও বাংলাদেশের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন।