অনলাইন ডেস্ক,২১ এপ্রিল।। পূর্ব দিল্লীতে স্থানীয় এক বিজেপি নেতাকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম জিতু চৌধুরী (৪২) বলে জানিয়েছে পুলিশ।
এনডিটিভি জানায়, ময়ূর বিহার ফেস৩তে নিজের বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় জিতু চৌধুরীকে দেখতে পান এক কনস্টেবল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে গুলি করা হত্যা করা হয়েছে বলে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কিছু বুলেট উদ্ধার করা হয়েছে। আশপাশের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে গেছে।