অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল।। লিভারপুলের বিপক্ষে কোনো লড়াই দেখাতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ অ্যানফিল্ডে রেড ডেভিলদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডরা।
লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। সেই সঙ্গে একটি মাইলফলকও গড়লেন মিসরীয় ফরোয়ার্ড।
প্রিমিয়ার লিগের একক মৌসুমে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট করেছেন সালাহ।
2 – Mohamed Salah is only the second player to both score and assist in home and away games against Manchester United in a single Premier League season, after Mesut Ozil in 2015-16. Ya. pic.twitter.com/RSaCUibpMt
— OptaJoe (@OptaJoe) April 19, 2022
এর আগে এই অনন্য নজির ছিল মেসুত ওজিলের। আর্সেনালের হয়ে ২০১৫-১৬ মৌসুমে জোড়া গোল ও অ্যাসিস্ট করেছিলেন সাবেক জার্মান মিডফিল্ডার।
রেড ডেভিলদের বিপক্ষে ম্যাচের পঞ্চম মিনিটে সালাহর অ্যাসিস্টে লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন লুইস দিয়াজ। এরপর ২২তম মিনিটে সাদিও মানের পাসে নিজের প্রথম গোলটি করেন সালাহ। ৮৫তম মিনিটে দিয়োগো জোতার পাসে নিজের দ্বিতীয় গোল করেন ২৯ বছর বয়সী তারকা। তার আগে দিয়াজের পাসে ৬৮তম মিনিটে ইউনাইটেডের জালে তৃতীয় বলটি পাঠান মানে।