“ বুলডোজার’’ ইস্যুতে সরব হলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি

অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল।। “মোদিজী ঘৃণার বুলডোজার বন্ধ করুন এবং বিদ্যুৎ কেন্দ্রগুলি চালু করুন,” বুধবার দ্ব্যর্থহীন ভাষায় এইভাবেই “ বুলডোজার’’ ইস্যুতে সরব হলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধি। জাহাঙ্গিরপুরী, খারগোন একের পর এক এলাকায় রামনবমীর সহিংসতার পর থেকেই দেখা যাচ্ছে প্রশাসনের বুলডোজার ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে একের পর এক মুসলিম মহল্লার ঘরবাড়ি, দোকানপাট। এই বিদ্বেষ এবং ঘৃণার রাজনীতির বিরুদ্ধেই সরব হয়েছেন রাহুল।

তবে এখানেই থেমে যাননি প্রাক্তন কংগ্রেস সভাপতি,দেশে কয়লার ঘাটতির বিষয়টিও উত্থাপন করেছেন তিনি।একটি সংবাদপ্ত্রের প্রতিবেদন শেয়ার করেছেন যাতে দাবি করা হয়েছে যে ভারত বিদ্যুৎ কেন্দ্রে কয়লার মজুদ ক্রমশ শেষ হয়ে আসছে। এইভাবে চললে দেশ অচিরেই বিপুল বিদ্যুৎ ঘাটতির মুখে পড়বে। যে স্ক্রিনশট রাহুল শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে দেশে আর মাত্র আটদিনের মত কয়লা মজুত আছে। “ভারতের হাতে মাত্র ৮ দিনের কয়লা মজুত আছে। বিজেপির বিদ্বেষপূর্ণ রাজনীতির কারণে রাস্তায় জ্বলতে থাকা আগুন ঘরবাড়ি আলোকিত করবে না, “কংগ্রেস তার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে এইভাবেই আক্রমণ শানিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *