অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল।। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভা নিয়ে শরিকরা খুশি নয়। মঙ্গলবার ৩৩ সদস্যের মন্ত্রিসভা গঠন করেন শাহবাজ। ৩৩ জন মন্ত্রীই শপথ নিয়েছেন। তবে ৩৩ জন শপথ নিলেও ২৮ জনের দপ্তর বন্টন করা হয়েছে।
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর পাঁচ মন্ত্রীর দপ্তর বন্টন এখনো হয়নি। তিনজন পরামর্শদাতাও নিয়োগ করেছেন শাহবাজ।
পাকিস্তানের সংবাদপত্র দ্য ডন জানাচ্ছে, যেভাবে মন্ত্রিসভা গঠন করেছেন শাহবাজ, তাতে শরিক দলগুলো অসন্তুষ্ট। বিশেষ করে পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ক্ষুব্ধ।
প্রধানমন্ত্রীর অফিস অবশ্য জানিয়েছে, পিএমএল প্রধান নওয়াজ শরিফ এবং অন্য শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলেই মন্ত্রিসভার গঠন ও মন্ত্রীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
শাহবাজ শরীফ টুইট করে বলেছেন, তিনি আশা করেন, মন্ত্রী ও পরামর্শদাতারা মানুষের সমস্যা দূর করতে পারবেন। আর তাদের লক্ষ্য হলো শুধু কাজ করে যাওয়া।
কিন্তু পিএমএল-এন সূত্র দ্য ডনকে জানিয়েছে, নওয়াজের ঘনিষ্টরা বাদ পড়েছেন। শুধুমাত্র তার একজন অনুগামীকে নেয়া হয়েছে।
নওয়াজকে কোণঠাসা করার চেষ্টা হয়েছে।
পিপিপি সূত্র দ্যা ডনকে আরও জানিয়েছে, তারাও মন্ত্রিসভা গঠন নিয়ে খুশি নয়। বেলুচিস্তান ন্যাশনাল পার্টি, বেলুচিস্তান আওয়ামি পার্টি এবং আওয়ামি ন্যাশনাল পার্টি থেকে কাউকে মন্ত্রিসভায় নেয়া হয়নি। অথচ, পিপিপি তাদের এই নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল। পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো মঙ্গলবার রাতে যুক্তরাজ্য গেছেন। সেখানে তিনি নওয়াজ শরিফের সঙ্গে দেখা করবেন।
ক্ষমতা হারানো সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইর-এর অভিযোগ, শাহবাজ শরীফ দুর্নীতিগ্রস্তদের মন্ত্রী করেছেন। মন্ত্রিসভার ২৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে।
ওদিকে প্রেসিডেন্ট আরিফ আলভি নন, মন্ত্রীদের শপথবাক্য পাঠ করিয়েছেন সেনেটের চেয়ারম্যান সাদিক সিদ্দিকি। প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন মন্ত্রীদের শপথ পাঠ করাতে অপারগতা জানানোর পর সাদিক সিদ্দিকি দায়িত্ব নেন।