অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল।। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে কোপা ইতালিয়ার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। সান সিরোতে লওতারো মার্তিনেসের জোড়া গোলে মিলান ডার্বিতে স্তেফানো পিওলির শিষ্যদের ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেরাজ্জুরিরা।
দুই দলের সেমিফাইনালের প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। তবে ফিরতি লেগের শুরুতেই জ্বলে উঠলেন মার্তিনেস।
ম্যাচের চতুর্থ মিনিটে গোলপোস্টের কাছাকাছি মাত্তেও ডারমিয়ানের ক্রসে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এরপর গোল শোধের চেষ্টা করেছিল মিলান। কিন্তু ৪০তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বসে পিওলির দল। আর্জেন্টাইন সতীর্থ হোয়াকিন কোরেয়ার পাসে দলের ব্যবধান বাড়ান মার্তিনেস। বিরতিতে যাওয়ার আগে মিলানের দুটি চেষ্টা রুখে দেন ইন্টার গোলরক্ষক সামির হ্যান্ডানোভিচ।
৮২তম ইন্টারের শেষ গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা রবিন গোসেন। সেই সঙ্গে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে কোপা ইতালিয়ার ফাইনাল নিশ্চিত করল নেরাজ্জুরিরা। ইন্টার ফাইনালে পেতে পারে জুভেন্টাস বা ফিওরেন্তিনাকে।
এই দুই দলের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে জুভরা।
বুধবার রাতে ঘরের মাঠ তুরিনে ফিরতি লেগে ফিওরেন্তিনাকে আতিথেয়তা দেবে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।