বৃন্দা কারাত : বুলডোজার দিয়ে সমস্ত কিছু গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল তা বেআইনি ও সংবিধানবিরোধী

অনলাইন ডেস্ক, ২০ এপ্রিল।। দিল্লির জাহাঙ্গিরপুরিতে বর্ষিয়ান সিপিআইএম নেত্রী বৃন্দা কারাতের রোষ দেখে চমকে গেলেন গোষ্ঠিসংঘর্ষ কবলিত এলাকাবাসী। বিতর্কিত উচ্ছেদ অভিযান বন্ধ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অভিযোগ তার পরেও চলছিল ভাঙার কাজ। সুপ্রিম কোর্টের নির্দেশ কপি নিয়েই বিরাট বুলডোজারের সামনে দাঁড়ালেন বৃন্দা কারাত।

 

বৃন্দা কারাতের এই ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে সিপিআইএম শীর্ষ নেত্রী বুলডোজারের চাকার সামনে দাঁড়িয়ে থামার নির্দেশ দিচ্ছেন। তাঁকে ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ কপি থাকায় পুলিশের পক্ষে আর কিছু করা সম্ভব হয়নি। বৃন্দা কারাত বুলডোজার চালক কে থামতে বনেন। ইঞ্জিন বন্ধ করে চালক।

 

বৃন্দা কারাত বলে়ছেন, যেভাবে বুলডোজার দিয়ে সমস্ত কিছু গুঁড়িয়ে দেওয়া হচ্ছিল তা বেআইনি ও সংবিধানবিরোধী। তিনি জাহাঙ্গিরপুরির জনগণের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করেন।

 

হলুমানজয়ন্তী ঘিরে দিল্লির জাহাঙ্গিরপুরিতে ব্যাপক ভাঙচুর হয়। ধর্মীয় গোষ্ঠি সংঘর্ষ ছড়ায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। এই ঘটনার চলছে তদন্ত ও ধরপাকড়। তবে তদন্ত নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। অভিযোগ, সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। তদন্তে দিল্লি পুলিশের দাবি দুষ্কৃতিরা তান্ডব করেছিল।

 

দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্তা হুমকি দেন, জাহাঙ্গিরপুরির মসজিদের কাছাকাছি থাকা সব বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। এরপর নিউ দিল্লি পুরনিগম ( NDMC) থেকে একই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। বুধবার সকাল থেকে বুলডোজারের সাহায্যে মসজিদের কাছে রাস্তার ধারে থাকা দোকান ও বাড়ি ভাঙচুর করা শুরু করেন পুরসভার কর্মীরা।

 

পুরসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন বৃন্দা কারাত। সুপ্রিম কোর্টে এটি নিয়ে কথা বলেন সিনিয়র আইনজীবী দুষ্যন্ত দাভে। প্রধান বিচারপতি এন ভি রমনা এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়ে জানান অবিলম্বে পুরসভার কর্মকর্তাদের এই নির্দেশ জানানো হোক। তবে উচ্ছেদ অভিযান স্থগিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। স্থগিতাদেশের কপি নিয়ে জাহাঙ্গিরপুরি পৌঁছান সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *