শিক্ষাক্ষেত্রে সমগ্র দেশে বড় পরিবর্তন আনতে পারে বিদ্যা সমীক্ষা কেন্দ্র : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৯ এপ্রিল।। শিক্ষাক্ষেত্রে সমগ্র দেশে বড় পরিবর্তন আনতে পারে বিদ্যা সমীক্ষা কেন্দ্র। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “বিদ্যা সমীক্ষা কেন্দ্র গুজরাটের শিশুদের, আমাদের ভবিষ্যত প্রজন্মের ভবিষ্যত গঠনের জন্য একটি শক্তি হয়ে উঠছে।”

মঙ্গলবার গুজরাটের বনসকাণ্ঠা জেলার দিয়োদরে বনস ডেয়ারি সঙ্কুলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “বিদ্যা সমীক্ষা কেন্দ্র সমগ্র দেশে শিক্ষা ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে। আমি ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক এবং আধিকারিকদের কাছে আহ্বান জেনেছি বিদ্যা সমীক্ষা কেন্দ্র অবশ্যই অধ্যয়ন করবেন।

বিভিন্ন রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রকদেরও গান্ধী নগরে আসা উচিত এবং বিদ্যা সমীক্ষা কেন্দ্রের অধ্যয়ন করা উচিত।”প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “গুজরাট বর্তমানে সাফল্য এবং উন্নয়নের যে উচ্চতায় রয়েছে, সে জন্য প্রতিটি গুজরাতি গর্ববোধ করেন। আমি গতকাল গান্ধীনগরের বিদ্যা সমীক্ষা কেন্দ্রে তা অনুভব করেছি। বিদ্যা সমীক্ষা কেন্দ্র গুজরাটের শিশুদের, আমাদের ভবিষ্যত প্রজন্মের ভবিষ্যৎ গঠনের জন্য একটি বড় শক্তি হয়ে উঠছে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের শিশুরা যত বেশি বিদ্যা সমীক্ষা কেন্দ্রের মতো আধুনিক ব্যবস্থার সুবিধা পাবে, ভারতের ভবিষ্যত ততই উজ্জ্বল হবে।”

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *