স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ১৯ এপ্রিল।। পুলিশের নিস্ক্রিয়তায় আম জনতা হাতেনাতে ধরলো নেশা কারবারিকে। ঘটনাটি মঙ্গলবার কল্যাণপুর ঘিলাতলী পঞ্চায়েতের বাজার এলাকায়।
সচেতন নাগরিকরা নেশা কারবারের সাথে যুক্ত তিন যুবককে আটক করে। তাদের মধ্যে ২ জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে তারা বেঁধে রাখে। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
অভিযুক্তের নাম বিশাল দেববর্মা। সংবাদে জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় নেশা কারবারিদের দৌরাত্ম বেড়ে গিয়েছে। প্রতিদিন পুলিশ প্রচুর সামগ্রী বাজেয়াপ্ত করছে। তবে অধিকাংশ ক্ষেত্রে কারবারিদের ধরা সম্ভব হয় না, তাই জনগণ নিজেরাই তৎপর হচ্ছেন।