অনলাইন ডেস্ক, ১৯ এপ্রিল।। গুজরাটের বনসকাণ্ঠা জেলার দিয়োদরের বনস ডেয়ারি সঙ্কুলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিল্যান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বনস ডেয়ারি সঙ্কুলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিল্যান্যাস করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “বনস ডেয়ারির উন্নয়নমূলক প্রচেষ্টা কৃষকদের শক্তিশালী করবে এবং গ্রামীণ অর্থনীতিকেও চাঙ্গা করবে। আমরা এখান থেকেই অনুভব করতে পারি, কীভাবে সমবায় আন্দোলন আত্মনির্ভর ভারত অভিযানকে শক্তি জোগাতে পারে।”
বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর বনস ডেয়ারি প্লান্ট ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। কথা বলেন আধিকারিকদের সঙ্গে।প্রধানমন্ত্রী এদিন নিজের বক্তৃতায় বলেছেন, “ভারতের গ্রামীণ অর্থনীতিকে কীভাবে শক্তিশালী করা যায়, মা-বোনদের সশক্তিকরণ, কীভাবে সমবায়গুলি আত্মনির্ভর ভারতের অভিযানে শক্তি যোগাতে পারে, এই সমস্ত কিছু এখানে অনুভব করা যেতে পারে।” প্রধানমন্ত্রী বলেছেন, “আলু এবং দুধের মধ্যে পারস্পরিক কোনও সম্পর্ক নেই। তবে, বনস ডেয়ারি এই সম্পর্কও যুক্ত করেছে।
দুধ, দই, বাটার মিল্ক, পনির, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, প্যাটিসের মতো পণ্যগুলিও কৃষকদের জন্য বনস ডেয়ারি দ্বারা উপলব্ধ করা হয়। ভারতের লোকালকে গ্লোবালে পরিণত করার লক্ষ্যে এটি একটি ভাল পদক্ষেপ।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, “মঙ্গলবার এখানে একটি বায়ো-সিএনজি প্ল্যান্টের লোকার্পণ এবং ৪টি গোবর গ্যাস প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সমগ্র দেশে বনস ডেয়ারির এমন অনেক প্ল্যান্ট তৈরি করা হচ্ছে।”