ডেনিশ ওপেন সাঁতার ইভেন্টে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জয় করলেন বেদান্ত

অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। রৌপ্য পদক জেতার পর অভিনেতা আর. মাধবনের ছেলে বেদান্ত এখন কোপেনহেগেনে ডেনিশ ওপেন সাঁতার ইভেন্টে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে একটি সোনা জয় করলেন। ১৬ বছর বয়সী বেদান্তের গৌরবময় কৃতিত্ব সবার নজর কেড়েছে। ছেলের এই জয়ে আনন্দে গর্বিত বাবা মাধবন তার ভক্ত এবং অনুগামীদের সঙ্গে ভাগ করেছেন।

তিনি ইনস্টাগ্রামে লিখে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে বেদান্তকে রৌপ্য পদক জয়ী আলেকজান্ডার এল বজর্ন এবং ব্রোঞ্জ পদক জয়ী ফ্রেডেরিক লিন্ডহোমের সঙ্গে হাত মেলাতে দেখা যাচ্ছে। অভিনন্দন জানিয়ে অভিনেতা সিকান্দার খের মন্তব্য করেছেন, “অসাধারণ!!! জয় হিন্দ।”

প্রসঙ্গত, বেদান্ত এর আগে ২০২১ সালের মার্চ মাসে লাটভিয়া ওপেনে একটি ব্রোঞ্জ পদক এবং জুনিয়র ন্যাশনাল অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে সাতটি পদক (চারটি রৌপ্য এবং তিনটি ব্রোঞ্জ) জিতেছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *