স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ এপ্রিল।। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এর হাত ধরে উদ্বোধন হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নবনির্মিত কনফারেন্স হল “নব চিন্তন” এর। রাজধানীর অভয়নগরস্থিত ব্যাংকের সদর কার্যালয়ে উদ্বোধন হয় নবনির্মিত এই কনফারেন্স হল টির। এদিনের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী, ব্যাংকের ডেভলপমেন্ট দপ্তরের প্রধান পায়েল সাহা। এছাড়াও ব্যাংকের প্রথম কর্মী মীরা দেবরায়।
সুনামুরা মহাকুমার নারায়ন দুর্লভ গ্রামের অষ্টমী দেবনাথ নামে এক মহিলা গ্রামীণ ব্যাংকের বিশ্রামগঞ্জস্থিত ট্রেনিং সেন্টারে সফলতার সঙ্গে প্রশিক্ষণ নিয়ে আজ স্বাবলম্বী হয়েছেন। ত্রিপুরা থেকে একমাত্র অষ্টমী দেবনাথই ভারত সরকার দ্বারা দিল্লিতে পুরস্কৃত হয়েছেন।
এদিনের এই অনুষ্ঠানে অষ্টমী দেবনাথকেও সংবর্ধনা দেওয়া হয়। এদিন কেন্দ্রীয় মন্ত্রীর প্রতিমা ভৌমিক গ্রামীণ ব্যাংকের কর্মী এবং অফিসারদের ভুয়াশী প্রশংসা করেন। এদের কেন্দ্রীয় মন্ত্রীর কন্ঠে ত্রিপুরার অর্থনৈতিক উন্নতিতে গ্রামীণ ব্যাংকের নিরলস প্রয়াসের কথা উঠে আসে। তিনি বলেন বর্তমান সরকার মহিলাদের সশক্তিকরণ এর দিকে বিশেষ নজর দিয়েছে। রাজ্যের উন্নতির ক্ষেত্রে মহিলাদের স্বাবলম্বী করা একান্ত প্রয়োজন। সেই দিশাতে কাজ করছে সরকার।
গ্রামীণ ব্যাংকের সাহায্যার্থে মহিলারা যেভাবে ট্রেনিং এর মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠেছেন তাদের সরকারের স্বপ্ন আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী দিনে গ্রামীণ অর্থনীতিকে সুনিশ্চিত করতে গ্রামীণ ব্যাংককে আরো বলিষ্ঠ ভূমিকা নেওয়ার আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।