স্থাপনা দিবসকে কেন্দ্র করে বিজেপির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ এপ্রিল।। স্থাপনা দিবসকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয় সোমবার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি ডা: মানিক সাহা সহ অন্যান্য সদস্যরা। ৬ ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির স্থাপনা দিবস। এ দিনটিকে কেন্দ্র করে রাজ্যসহ দেশজুড়ে পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

আগামী ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। এরই অংশ হিসেবে রাজ্যেও বিভিন্ন সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত করছে ভারতীয় জনতা পার্টি। সোমবার আগরতলা পুর নিগমের ৪০ নং ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হয় এক স্বচ্ছ ভারত অভিযান। এদিন মানিক সাহা বলেন, ২০১৪ সালে ২ রা অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম সারা ভারতে স্বচ্ছ ভারত অভিযান এর সূচনা করেন। তারপর থেকে দেশসহ রাজ্যের বিভিন্ন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যকে সামনে রেখে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়ে আসছে।

তিনি বলেন ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্রই হলো সেবাই সংগঠন। সেবার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টি সর্বক্ষণ জনগণের পাশে থাকে। স্থাপনা দিবস কে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় এই স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও দরিদ্রদের পাশে দাঁড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ অনুষ্ঠিত হবে এই দিনগুলিতে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *