মিলারের ভূয়সী প্রশংসা করেছেন শচীন টেন্ডুলকার

অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। ডেভিড মিলারের ভূয়সী প্রশংসা করেছেন শচীন টেন্ডুলকার। যেভাবে চেন্নাই সুপার কিংসের জয় ছিনিয়ে নিলেন গুজরাট টাইটানসের ব্যাটার, তা নিঃসন্দেহে প্রশংসা দাবিদার। দক্ষিণ আফ্রিকান তারকার প্রশংসা করে শচীন বলেন, মিলার ‘বিপজ্জনক ব্যাটার’।

চলতি আইপিএলে শুরুতে চার উইকেট হারালেও মিলারের ঝোড়ো ফিফটি এবং অধিনায়ক রশিদ খানের ক্যামিওতে চেন্নাইকে ৩ উইকেটে হারায় গুজরাট। সিএসকে’র দেওয়া ১৭০ রানের লক্ষ্য এক বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা। ৯৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিলার।

‘কিলার মিলার’র এমন এক ম্যাচ জেতানো বিধ্বংসী ইনিংস দেখার পর প্রশংসায় পঞ্চমুখ শচীন। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বলেন, ‘যদি মিলার এই ধারা অব্যাহত রাখেন, তাহলে সে খুবই বিপজ্জনক ব্যাটার। আজ (রবিবার) সে তা প্রমাণ করেছে। কারণ সে তার ম্যাচের অধিকাংশ খেলেছে মিড-উইকেটে। কাভারের ওপরে সে ভালো শট খেলেছে। যার অর্থ, পুরোপুরি সে নিয়ন্ত্রণে ছিল।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *