স্টাফ রিপোর্টার, পানিসাগর, ১৮ এপ্রিল।। পানিসাগরে একটি গাড়ি থেকে ১০০ কাটন বিলাতী মদ আটক করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় একটি গাড়ি বোঝাই করে বেআইনিভাবে বিলাতী মদ পানিসাগর এলাকা থেকে জম্পুই এর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্দেহভাজন এই গাড়িটি আটক করে পুলিশ তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে বারোশো বোতল মদ উদ্ধার করা হয়।
উদধানপুর বিলিতি মদের কোন সুনির্দিষ্ট কাগজপত্র দেখাতে পারেনি । স্বাভাবিক কারণেই বিরোধী মত গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় গাড়িচালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো রাজু নাথ এবং পিঙ্কু নাথ। তাদের দুজনের বাড়ি শুকনাছড়া এলাকায়। তাদের বিরুদ্ধে নির্দিষ ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাওয়া হলে পানিসাগর থানার পুলিশ জানিয়েছে বেআইনিভাবে এইসব বিলাতী মদ পানিসাগর থেকে জম্পুই হিলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সুনিদৃষ্ট খবরের ভিত্তিতে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালিয়ে সাফল্য পেয়েছে। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানায়।