ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় পুলিশের ক্যাম্পে হামলা চালাল মাওবাদীরা

অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় পুলিশের ক্যাম্পে হামলা চালাল মাওবাদীরা। রবিবার রাত এগারোটা নাগাদ বিজাপুর জেলার কুটরু থানার অন্তর্গত জয়গুর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। হামলায় আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁদের আকাশপথে রায়পুরে নিয়ে গিয়ে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (বস্তার রেঞ্জ) পি সুন্দররাজ জানিয়েছেন, রবিবার রাত এগারোটা নাগাদ কুটরু থানার অন্তর্গত জয়গুর ক্যাম্পে অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। আচমকা হানা দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে মাওবাদীরা, তৎক্ষণাৎ পুলিশ কর্মীরাও যোগ্য জবাব ফিরিয়ে দেন। প্রত্যাঘাতে মাওবাদীরা পালিয়ে যায়।

পি সুন্দররাজ জানিয়েছেন, “জেলা পুলিশের ৩ জন জওয়ান-সহ মোট ৪ জন জওয়ান আহত হয়েছেন। ৪ জনকে প্রথমে বিজাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে হেড কনস্টেবল তুকেশ্বর ধ্রুব ও ওম প্রকাশ দিওয়ান ধ্রুবকে আকাশপথে রায়পুরে নিয়ে গিয়ে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই বিপদমুক্ত বলে জানা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *