অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। সোমবার বাজার খুলতেই ধস শেয়ার বাজারে। এদিন বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক এক হাজার পয়েন্ট পড়ে যায়। সূচক পড়ে নিফটিরও। সপ্তাহের প্রথম কেনা-বেচার দিন দুই সূচকের পতনের ফলে বিনিয়োগকারীরা রীতিমতো উদ্বিগ্ন।
বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১০০৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৭, ২৮১ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ১৭৮ পয়েন্ট কমে থামে ১৭, ১৯৮ পয়েন্টে। ক্ষতির মুখ দেখে দিন শুরু হওয়ায় লগ্নিকারীদের মাথায় হাত। সকাল সওয়া দশটার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১২৪৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৭,০৯৩.৮৯ পয়েন্টে। শতাংশের হিসেবে পতন ২.১৩। বম্বে স্টক এক্সচেঞ্জের ৩০ সংস্থার শেয়ারের দাম অনেকটাই কমে যায়।
যে সব সংস্থার শেয়ারের দাম পড়ে যায়, সেই সব সংস্থার মধ্যে রয়েছেইনফোসিস, টেক-এম, এইচডিএফসি, কোটাক মাহিন্দ্রা, টিসিএস। কিছুটা হলেও লাভের মুখ দেখেছে এনটিপিসি, টাটা স্টিল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি, পাওয়ার গ্রিড, হিন্দুস্তান ইউনিলিভার।