অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। একধাক্কায় ভারতে করোনা-সংক্রমণ বাড়ল প্রায় ৯০ শতাংশ, ফলে আচমকাই করোনার ভয় বাড়তে শুরু করেছে দেশে। বিগত ২৪ ঘন্টায় টিকাকরণও হয়েছে অনেকটাই।
দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ২ লক্ষ ৬৬ হাজার ৪৫৯ জন প্রাপক। ফলে ভারতে ১৮৬.৫৪-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল আটটা পর্যন্ত ১,৮৬,৫৪,৯৪,৩৫৫ জনকে টিকা দেওয়া হয়েছে।
সংক্ৰমণ বৃদ্ধির মধ্যেই ভারতে কোভিড টেস্ট ফের অনেকটাই কমে গিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, ১৭ এপ্রিল সারা দিনে ভারতে ২,৬১,৪৪০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৮৩,২১,০৪,৮৪৬-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ২,৬১,৪৪০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,১৮৩ জন।