চিনের মধ্য উপকূলীয় শহর সাংহাইয়ে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে কোভিড-আক্রান্তের সংখ্যা

অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। লকডাউনকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে না কোভিড-১৯। চিনের মধ্য উপকূলীয় শহর সাংহাইয়ে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে কোভিড-আক্রান্তের সংখ্যা, রবিবার এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২ হাজার ৪১৭ জন, পাশাপাশি ১৯,৮৩১ জন স্থানীয় উপসর্গহীন বহনকারীর সংক্ৰমণ ধরা পড়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা কমপক্ষে ২২ হাজার। এরই মধ্যে সাম্প্রতিক লকডাউন ঘোষণার পর ৩ জনের মৃত্যু হয়েছে সাংহাইয়ে।

একদিনেই ৩ জনের মৃত্যু হয়েছে সাংহাইয়ে। মৃত ৩ জনের বয়স ৮৯ থেকে ৯১ বছরের মধ্যে। ওমিক্রন ও ডেল্টা রূপে সংক্রামিতের সংখ্যা বাড়লেও মৃত্যুহার অপেক্ষাকৃত কম। তবে সাংহাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে তা রীতিমতো উদ্বেগজনক।

সাংহাই প্রশাসন জানিয়েছে, ১০ দিনের নবজাতক থেকে ১০০ বছর বয়সী বৃদ্ধ, ওমিক্রন থেকে কেউই রক্ষা পাচ্ছেন না। বিগত ২৪ ঘন্টায় সাংহাইয়ে ২,৪১৭ জন (স্থানীয়) কোভিডে আক্রান্ত হয়েছেন এবং ১৯,৮৩১ জন স্থানীয় উপসর্গহীন। মৃত্যু হয়েছে ৩ জনের, যাঁদের বয়স ৮৯ থেকে ৯১ বছরের মধ্যে। নানা রোগে তাঁরা অসুস্থ ছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *