অনলাইন ডেস্ক, ১৮ এপ্রিল।। উত্তর প্রদেশের আমেঠি জেলায় যাত্রীবোঝাই জীপ ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন মোট ৬ জন। ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। রবিবার রাতে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল জীপটি, আমেঠি জেলার গৌরীগঞ্জ এলাকায় একটি ট্রাকের সঙ্গে ওই জীপের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ সুপার দীনেশ সিং জানিয়েছেন, রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে গৌরীগঞ্জ এলাকায় বাবুগঞ্জ সাগরা আশ্রমের কাছে। রবিবার রাতে রায়বরেলি জেলার নাসিরাবাদ এলাকা থেকে আমেঠিতে ফিরছিল যাত্রীবোঝাই জীপটি। বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন যাত্রীরা। গৌরীগঞ্জ এলাকায় বাবুগঞ্জ সাগরা আশ্রমের কাছে একটি ট্রাকের সঙ্গে ওই জীপের সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের এবং ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃতদের নাম- কাল্লু (৪০), তাঁর ৮ বছরের ছেলে সৌরভ, কৃষ্ণ কুমার সিং (৩০), শিব মিলন, রবি তিওয়ারি ও ত্রিবেণী প্রসাদ। ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে জীপটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়।