নতুন সরকার শান্তি, উন্নয়ন ও সুরক্ষার জন্য আমেরিকার সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায়

অনলাইন ডেস্ক, ১৩ এপ্রিল।। ইমরান খানের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার পরই জানিয়েছেন, আমেরিকার সঙ্গে সহযোগিতার নীতি নিয়ে চলার প্রয়োজন আছে। অন্যদিকে, চীনকেও আশ্বস্ত করে তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ক আরো মজবুত হবে। ভারতের সঙ্গেও সম্পর্ক ভালো করার কথা বলেছেন তিনি।

শাহবাজ প্রধানমন্ত্রী হওয়ার পর হোয়াইট হাউস তাকে অভিনন্দন জানায়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, আমেরিকার স্বার্থের জন্য গণতান্ত্রিক পাকিস্তান খুবই জরুরি। তার জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, নতুন সরকার শান্তি, উন্নয়ন ও সুরক্ষার জন্য আমেরিকার সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায়।

ইমরানের অভিযোগ ছিল, তিনি রাশিয়াপন্থি নীতি নিয়েছিলেন বলে আমেরিকা তাকে ক্ষমতাচ্যূত করতে উঠেপড়ে লেগেছিল। এমনকি, পাকিস্তানের রাষ্ট্রদূতকে রীতিমতো হুমকিও দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। আমেরিকা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হয়ে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করার বার্তা দিলেন। তিনি বুঝিয়ে দিয়েছেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করাই হবে তার সরকারের লক্ষ্য। ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভাষণ দেয়ার সময় শরীফ বলেছেন, আমেরিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি আছে।

তবে তার মানে এই নয় যে, ঐতিহাসিক সম্পর্ক শেষ হয়ে গেছে।

ওদিকে, শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জবাবে শরীফ বলেছেন, পাকিস্তান শান্তি ও মানুষের সামাজিক-অর্থনৈতিক চাহিদার ওপরই জোর দেবে। পাকিস্তান ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায়। তারা চায়, জম্মু ও কাশ্মীর-সহ সব বিরোধের শান্তিপূর্ণ সমাধান হোক।

চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স শরীফের সঙ্গে দেখা করেছিলেন। তাকে প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার চীনের সঙ্গে আর্থিক সহযোগিতা আরো বাড়াবে। তার আশা, চীন পাকিস্তানের শিল্প, কৃষি ও ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে আরো বিনিয়োগ করবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *