রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে পাল্টা হামলা চালাল ইউক্রেনীয় সেনারা

অনলাইন ডেস্ক, ১২ এপ্রিল।। এবার রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে পাল্টা হামলা চালাল ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনে সামরিক অভিযানের জন্য লুহানস্কে রুশ সেনারা যে অস্থায়ী সামরিক অস্ত্রভণ্ডার তৈরি করেছিল, সেখানে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন লুহানস্কের রিজিওনাল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান সেরি হাইদাই।

রুশ সেনার বিধ্বস্ত অস্ত্রভাণ্ডারের একটি ছবি ইন্টারনেটে শেয়ার করেছেন সেরি নিজেই। যদিও রাশিয়া তাদের অস্ত্র ভাণ্ডারে হামলার বিষয়টি অস্বীকার করেছে।

অন্যদিকে, লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর)-এর শীর্ষ নেতা রোমান ইভানভ আবার দাবি করেছেন, ইউক্রেনীয় সেনারা বেছে বেছে শহরবাসীদের উপর হামলা চালাচ্ছে। প্রায় ২০টি ঘর ধ্বংস হয়েছে ইউক্রেনীয় সেনার ক্ষেপণাস্ত্র হামলায়।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সূত্রপাত লুহানস্ক এবং দোনেৎস্ক- এই দুই অঞ্চলকে কেন্দ্র করে। ইউক্রেনে হামলা চালানোর জন্য লুহানস্কে সামরিক ঘাঁটি তৈরি করেছে রাশিয়া। যাতে ইউক্রেনে সামরিক অভিযান জারি রাখতে এখান থেকে সহজেই অস্ত্র সরবরাহ করা যায়।

ইউক্রেনের লক্ষ্য ছিল লুহানস্কে থাকা রুশ সেনাদের ওই সামরিক ঘাঁটি ধ্বংস করে দেওয়া। সেই লক্ষ্যে সফল হয়েছেন বলে ইউক্রনের এই সেনা কর্মকর্তা দাবি করেছেন।

প্রায় দুমাসের কাছাকাছি হয়ে এল ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। লুহানস্ক থেকেই মূলত সামরিক অভিযানের বিষয়টি নিয়ন্ত্রণ করছিল রাশিয়া।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *