অনলাইন ডেস্ক, ১২ এপ্রিল।। ঠিক একমাস আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সফল হয়েছিল বিজেপি। সেই সাফল্য ধরে রেখে এবার বিধান পরিষদের নির্বাচনেও সফল হল গেরুয়া দল। উত্তর প্রদেশ বিধানসভার উচ্চকক্ষে এই প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি। কিন্তু এই জয়ের মাঝেও উত্তরপ্রদেশে বিজেপির সবচেয়ে বড় কাঁটা নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী (Varanasi)।
মোদীর খাস তালুক বারাণসীতে লজ্জার পরাজয় হয়েছে গেরুয়া শিবিরের। প্রথম স্থান তো অনেক দূরের কথা দ্বিতীয় স্থানও পায়নি বিজেপি। গেরুয়া দল এখানে তৃতীয় হয়েছে।
উত্তরপ্রদেশের ৩৬টি বিধান পরিষদের আসনে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে বিজেপি ৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। বাকি ছিল ২৭টি আসনে ভোটগ্রহণ হয়। মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, ২৭ টির মধ্যে ২৪ টি পেতে চলেছে বিজেপি। তিনটি যাচ্ছে নির্দলদের ঝুলিতে। সকলকে হতাশ করে একেবারে খালি হাতে ফিরছে রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। এই নির্বাচনের ফলাফলের সবচেয়ে বড় চমক হল সপার টিকিট ভোটে লড়া উত্তরপ্রদেশের অন্যতম পরিচিত চিকিৎসক কাফিল খানের পরাজয়।
বিধান পরিষদের মোট ৩৬ টির মধ্যে ৩৩ টি বিজেপির দখলে গেলেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসী। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়ী হওয়া তো দুরের কথা একেবারে তিন নম্বর স্থান পেয়েছেন। মন্দিরনগরী থেকে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী অন্নপূর্ণা সিং।অন্নপূর্ণা হলেন এলাকার মাফিয়া ডন বিজেন্দ্র সিংয়ের স্ত্রী।
এদিন গণনা শেষে দেখা গিয়েছে, অন্নপূর্ণার কাছে বিজেপি এবং সমাজবাদী পার্টি দুই দলের প্রার্থীই জামানত খুইয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ৪৯৪৯ জন। যার মধ্যে ভোট দিয়েছেন ৪৮৭৬ জন। তবে ১২৭ টি ভোট বাতিল হয়েছে। মোট বৈধ ভোটের মধ্যে অন্নপূর্ণা ৪২৩৪টি ভোট পেয়েছেন। অন্নপূর্ণ ছাড়াও আরও দুই নির্দল প্রার্থী এদিন জয়ী হয়েছেন।
তবে রাজনৈতিক মহলকে সবচেয়ে হতাশ করেছে সমাজবাদী পার্টির ফলাফল। অখিলেশ যাদবের দলকে একেবারে খালি হাতেই ফিরতে হয়েছে। উল্লেখ্য বিধান পরিষদের নির্বাচনে বিধায়ক, পঞ্চায়েত সদস্য এবং কাউন্সিলররা ভোট দেন। গতমাসে হওয়া বিধানসভা নির্বাচনের ফলাফলে সমাজবাদী পার্টির আসন দ্বিগুণেরও বেশি বেড়েছে। কিন্তু বিধান পরিষদের এই হার অখিলেশের দলের কাছে একটা ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিনের সাফল্যে বিজেপি এই প্রথমবার বিধান পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে।
উত্তরপ্রদেশের উচ্চকক্ষের ১০০টি আসন রয়েছে। এতদিন বিজেপির দখলে ছিল ৪৪ টি। কিন্তু এবার ৩৩টি আসন দখল করে বিজেপির আসন সংখ্যা হতে চলেছে ৭৭। রাজ্যে কোনও আইন বদল বা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই জয়।